টেট পরীক্ষায় উত্তীর্ণ দের নিয়োগ করতে হবে - দাবীতে জেলাশাসকের দরবারে চাকরী প্রার্থীরা

15th October 2020 4:17 pm বাঁকুড়া
টেট পরীক্ষায় উত্তীর্ণ দের নিয়োগ করতে হবে - দাবীতে জেলাশাসকের দরবারে চাকরী প্রার্থীরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা । 

২০১৫ সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু সেই সময় ডি এল এড প্রশিক্ষণ না থাকার কারণে তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন । রাজ্য সরকারের পক্ষ থেকে পরে বলা হয়েছিল প্রশিক্ষণ নিলে পরবর্তী সময়ে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে । পরবর্তী সময়ে তারা ডি এল এড প্রশিক্ষণ নিলেও এখনো পর্যন্ত তাদের চাকরিতে নিয়োগ করা হয়নি । আর সে কারণেই আজ ২০১৫ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন দিলেন । জেলাশাসকের দপ্তরে চাকরি প্রার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে জমায়েত হন এবং চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন । টুম্পা কর নামে এক চাকরিপ্রার্থী বলেন , ২০১৫ সালে আমরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি । পরবর্তীকালে আমরা ডি এল এডপ্রশিক্ষণ নিয়েছি পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আমরা চাকরির নিয়োগপত্র পায়নি । সংসারের অবস্থা খুবই খারাপ তাই নিয়োগপত্র দিয়ে সরকার আমাদের বেকারত্বের জ্বালা মেটাক ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।